অবহুঁ রভসরস কয়লহি ধাধস
ঝামর দুপর বেলি।
উলটল কবরি অম্বর নাহি সম্বরি
কহ কেবা গারি বা দেলি।।
সখি হে কোন এতহুঁ দুখ দেল।
বিকচ কমলফুল লোচন দুহুঁ তুল
অব কাহে মূদিত ভেল।।ধ্রু।।
তাম্বূল অধরহি মধুর বিম্বফল
কীর কিবা দংশিল তাহে।
কুচছিরিফল পর বিহগ কি বৈঠল
অরূণ রেখ ভেল কাহে।।
কাজর কপোল লোল অমিয়া ফল
সিন্দূর সুন্দর বয়ানে।
জ্ঞানদাস কহ চলহ চলহ সখি
রাইক মিলাহ সিনানে।।