অভিনব কোমল সুন্দর পাত।
সবারে বনে জনি পহিরল রাত।।
মলয়-পবন ডোলএ বহু ভাতি।
অপন কুসুম রস অপনে মাতি।।
দেখি দেখি মাধব মন উলসম্ভ।
বিরিদাবন ভেল বেকত বসন্ত।।
কোকিল বোলএ সাহর ভার।
মদন পাওল জগ নব অধিকার।।
পাইক মধুকর কর মধু পান।
ভমি ভমি জোহএ মানিনি মান।।
দিসি দিসি সে ভমি বিপিন নিহারি।
রাস বুঝাবএ মুদিত মুরারি।।
ভনই বিদ্যাপতি ই রস গাব।
রাধা-মাধব অভিনব ভাব।।