অভিনব মদন সুহৃদ সব বালক
বেঢ়ি বৈঠল চারু পাশ।
ভোজন-রঙ্গী সঙ্গি সব বালক
কি কহব হাস পরিহাস।।
চরণে লম্বিত পীত ধড়ার অঞ্চল
জঠর-পটে বেণু সাজে।
শিঙ্গা বেত্র কক্ষতলে শোভিত
দধি ওদন করমাঝে।।
ভোজন রস কর পঞ্চ অঙ্গুলি
গলএ নবনীক ধার।
অখিলক নাথ সাথ ব্রজবালক
যমুনা পুলিনে বিহার।।
কেহো নবনীত অধরে তুলি দেওত
খাওত অতিশয় রঙ্গে।
কহে মথুরেশ দাস মন ডূবল
শ্যামরূপ-জলধি-তরঙ্গে।।