আমার বন্ধু রৈলায় কার বাসরে। তুমি গিয়া রৈলায় কার মন্দিরে।।
কোনস্থানে গেলায় বন্ধু না পাইলু উদ্দেশ। বালক থৈয়ারে বন্ধু রৈলায় কোন দেশ।।
কোনদেশে গেলায়রে বন্ধু নিদয় হৈয়া। অনাথ বালকে ডাকে পন্থ নিরখিয়া।।
অধম বালকে দিলায় প্রেম বাসরে ফান্দ।
কোনখানে গেলায় গিয়া আমার কালাচান্দ।।
আমার দয়ার ঠাকুর কোথায় রৈলায় গিয়া।
রাইতে দিনে ঝুরে পরাণী তোমার লাগিয়া।।
কোথায় গেলায় পরাণের বন্ধু ঢুরিয়া নাই পাই।
মনে কয় ছামনে বসি চান্দ মুখ চাই।।
চান্দ মুখ দেখিলে বন্ধু জুড়ায় সব গাও।
বন্ধুয়ার জুনারের তলে আমারে লাগাও।।
দুখিতে ফরিয়াদ করি বন্ধু পরাণের সুরী।
শাহনূরে কান্দন করি হৈয়া ভিখারী।।
ভিখারী হৈলু ঠাকুর পদের তলে আশ।
ফকীর নাম দিয়াছ ঠাকুর না কর বিনাশ।।
ভিখারী করিয়াছ বন্ধু রাখ পদের তলে।
লাহুল দরিয়ায় ভাসি তুমি নেও কোলে।।
ছৈয়দ শাহনূরে কৈন ঠাকুর মঞ্জরে।
পদের তলে বাসা মাংগী না কিছু তোমার নূরে।।