আমায় নিল রাধার পরাণি গো।
কৈ শুনা যায় শ্যামের বাশীর ধ্বনি।। ধু
হায় গো বাশীর রবে হৃদয় কাম্পে উড়াইল পরাণি গো।
নূতন যৌবনে দিল পিরিতের আগুনি।।
হায় গো কি যাদু করিল মরে নিলয়ও না জানি গো।
কোন কলে বাজাইয়া বাশী কৈল পাগলিনী।।
হায় গো শ্যাম কালার পিরিতে মরে, কৈল উদাসিনী গো।
কইন ছাবাল আকবর আলী হইলাম কলঙ্কিনী।।
হায় গো ঘরের বাইরে আমি পুসাইলাম রজনী গো।