আলো রাই, কি হইল মোরে দিয়া।
মনে লয় হইতাম ঘরের বা’র পিরিতের লাগিয়া।।
বন্ধের সনে করিতে পিরিতি না দেয় ননদিনী।
রহিতে না পারি ঘরে রে শুনিয়া বাঁশীর ধ্বনি।।
ঘরে বৈরি ননদিনী কি হইল প্রমাদ।
কতো বা সইব দুখ রাই কানু পরবাদ।।
মুই তো অভাগীর রে নারী কুল বিনাশিলু।
কদমতলে বন্ধের খেলা রাই বিচারি না পাইলু।।
বন্ধের লাগি ‘জ্বলি’ তনু হইয়া গেল কালা।
এমন নিষ্ঠুর বন্ধু তেব দেয় জ্বালা।।
কহে ফকির ভেলা রে শাহে বাঁশীর নিলয় না পাই।
কোন্ নাম জপে বাঁশীয়ে উদেশ করো চাই।।