“উঠিতে কিশোরী বসিতে কিশোরী
কিশোরী হইল সারা।
কিশোরী ভজন কিশোরী পূজন
কিশোরী নয়নতারা।।
গৃহমাঝে রাধা গমনেতে রাধা
রাধাময় সব দেখি।
শয়নেতে রাধা গমনেতে রাধা
রাধাময় হল আঁখি।।
স্নেহেতে রাধিকা প্রেমেতে রাধিকা
রাধিকা আরতি পাশে।
রাধারে ভজিয়া রাধাবল্লব নাম
পেয়েছি অনেক আশে।।”
শ্যামের বচন- মাধুরী শুনিয়া
প্রেমানন্দ ভাসে রাধা।
চণ্ডীদাস কহে– “দোহাঁর পীরিতি
পরাণে পরাণে বাঁধা।।”