একে যে সুন্দরী কনক পুতলি

একে যে সুন্দরী কনক পুতলি
খঞ্জন লোচন তার।
বদন কমলে ভ্রমরা বলয়ে
তিমির কেশের ধার।।
সই, নবীন বালিকা সে।
দৈবে উপজিল দেখিতে না পাইল
সুমতি না দিল কে ।।
নয়ন উজরে পরাণ ছটয়ে
ধৈরয উঠাল যে।
সঙ্গে কেহ নাই শুন কহি ভাই
কাহারে সুধাব কে।।
দন্ত দ্বিজ দাড়িম্ব বীজ
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া যুবকে মদন কোপে
মনেতে হইল লোভা।।
গলায় মাল শোভিত ভাল
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত চর্ব্বণে পড়িছে বদনে
বহিছে পিঙ্গল ধার।।
চণ্ডীদাস বলে গিয়াছিল জলে
আইল আপন ঘরে ।
বাজার ঝিয়ারি সুন্দরী নাগরী
তুমি কি করিবে তারে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ