এক করে ধরি রোপল অঙ্কুর
না পাই মেঘের বারি।
তাহে রবি-তাপ তাপিত হইয়া
সে তনু করল জারি।।
কেমনে বাচব বারি না পাইয়া
তরু ভেল খিন দেহা।
তেন মত ভেল কানুর পিরিতি
আদর পিরিতি লেহা।।
কে বলে সরল তাহার হৃদয়
কুটিল বিষের রাশি।
এ দেহ তেজিব তাহার লাগিয়া
হেনক আমরা বাসি।।
যাহার কারণে এত পরমাদ
সে ভেল নিঠুরপনা।
এমন না জানি কখন না শুনি
এত দিনে গেল জানা।।
একে সে যুবতি সে নব ভকতি
দেখিতে না পায়ল তায়।
পিরিতি তেজিয়া গেল কোন দেশে
দিন চণ্ডীদাস গায়।।