এ ধনি মানিনি করহ সঞ্জাত।
তুআ কুচ হেম-ঘট হার ভুজঙ্গিনি
তাক উপর ধর হাত।।
তোহে ছাড়ি জদি হম পরসব কোয়।
তুঅ হার নাগিনি কাটব মোয়।।
হমর বচন জদি নহি পরতীত।।
বুঝি করহ সাতি জে হোয় উচীত।।
ভুজ-পাস বাঁধি জঘন-তর তারি।
পয়োধর-পাথর হিয় দহ ভারি।।
উর-কারা বাঁধি রাখ দিন-রাতি।
বিদ্যাপতি কহ উচিত ইহ সাতি।।