ওহে রাধাকান্ত বারেক আইস
নয়ান ভরিয়া তোমা দেখি।
না দেখিয়া চাঁদমুখ সদাই বিদরে বুক
বুঝাইলে না বুঝে দুই আঁখি।।
চান্দ মুখ নিরখিয়ে কর্পূর তাম্বুল দিয়ে
যোগাইতে বড় হয় সাধে।
তুমি গুণনিধি ময় তবে কেন দয়া নয়
মোর ভাগ্যে বিধি হৈল বাদে।।
সে মুখ সুন্দর কান্তি চিত্র ভূষণ ভাঁতি
পশি গেল হিয়ার মাঝারে।
আহা আহা মরি মরি পাসরিতে নাহি পারি
বড় শেল রহল অন্তরে।।
হরি হরি বিফলে আছয়ে মোর প্রাণ।
রাধাকৃষ্ণ প্রাণপতি নাহি মোর অন্য গতি
নরোত্তম এই পরিণাম।।