কতদিনে ঘুচব ইহ হাহাকার।
কতদিনে ঘুচব গুরুআ দুখভার।।
কত দিনে চাঁদ কুমুদে হব মেলি।
কতদিনে ভ্রমরা কমলে করু কেলি।।
কতদিনে পিয়া মোরে পুছব বাত।
কবহুঁ পয়োধরে দেওব হাত।।
কতদিনে করে ধরি বৈসাওব কোর।
করদিনে মনোরথ পূরব মোর।।
বিদ্যাপতি কহ সুন বরনারি।
ভাগউ সকল দুখ মিলত মুরারি।।