কতদিন মাধব রহব মথুরাপুর
কবে ঘুচব বিহি বাম।
দিবস লিখি লিখি নখর খোয়ায়লুঁ
বিছুরল গোকুল নাম।।
হরি হরি কাহে কহব এ সম্বাদ।
সোঙরি সোঙরি নেহ খিন ভেল মঝু দেহ
জীবনে আছয়ে কিবা সাধ।।
পুরুব পিয়ারি নারি হাম আছিলুঁ
অব দরসনহুঁ সন্দেহ।
ভমর ভমএ ভমি সবহুঁ কুসুমে রমি
ন তেজঅ কমলিনি নেহ।।
আশ-নিগড় করি জিউ কত রাখব
অবহি যে করত পয়ান।
বিদ্যাপতি কহ ধৈরজ ধর ধনি
মিলব তুরিতহি কান।।