কত গুরু গঞ্জন দুরজন-বোল।
মনে কছু না গনলি ও রসে ভোল।।
কুলজা-রীত ছোড়লি জসু লাগি।
সে অব বিছুরল হামারি অভাগি।।
সুমরি সুমরি সখি কহবি মুরারি।
সুপুরুখ পরিহরে কি দুখ বিচারি।।
জে পুন সহচরি হোয় মতিমান।
করএ পিসুন বচনে অবধান।।
নারি অবলা হম কি বোলব আন।
তুহুঁ রসনানন্দ গুনক নিধান।।
মধুর বচন কহি কানুকে বুঝাই।
এহি কর দোখ রোখ অবগাই।।
তহু বরচতুরী হম কিএ জান।
ভনই বিদ্যাপতি ইহ রসভান।।