করওঁ বিনতি জত জত মন লাই।
পিয়া পরিচব পচতাব কেঁ জাই।।
ধন ধইরজ পরিহরি পথ সাচে।
করম দোসেঁ কনকেও ভেল কাচে।।
নিঠুর বালম্ভু সোঁ লাওল সিনেহে।
ন পুরল মনোরথ ন ছাড় সন্দেহে।।
সুপুরুস ভানে মান ধন গেল।
দিন দিন মলিন মনোরথ ভেল।।
জদি দূসন গুন পহু ন বিচার।
বড় ভএ পসরও পিসুন পসার।।
পরিজন চিত নহি হিত পরথাব।
ধরসনে জীব কতএ নহি ধাব।।
হম অবধারি হলল পরকার।
বিরহ-সিন্ধু জিব দএ বরু পার।।
ভনই বিদ্যাপতি সুন বর নারি।
ধৈরজ কএ রহ ভেটত মুরারি।।