কবে আর কবে মোর হব শুভদিন।
ভজিব রাধিকাকৃষ্ণ হঞা প্রেমাধীন।।
সুযন্ত্রে মিশাঞা গাইব সুরস সুতান।
আনন্দে করিব দোহার রূপলীলা গান।।
রাধিকা গোবিন্দ বলি কান্দিব উচ্চস্বরে।
ভিজিব সকল অঙ্গ নয়ানের জলে।।
এইবার করুণা কর রূপ সনাতন ।
রঘুনাথ দাস আর শ্রীজীব জীবন।।
এইবার করুণা কর ললিতা বিশাখা ।
দাস্যভাবে মোর প্রভু সুবলাদি সখা।
সভে মিলি কর দয়া পূরুক মনের আশ।
প্রার্থনা করএ সদা নরোত্তম দাস।।