কবে মোর হব শুভদিনে
কেলি কৌতুক রঙ্গে করিব সেবনে।
ললিতা বিশাখা সঙ্গে যত সখিগণে
সকলে আপন করি লেহ এই জনে।
মণ্ডলী করিয়া তনু মেলি।
রাইকানু করে ধরি নৃত্য করি ফিরি ফিরি
নিরখি গোঙাব কুতূহলী ।।
আলয় বিশ্রাম ঘর গোবর্ধন গিরিবর
রাইকানু করাব শয়ন।
নরোত্তম দাসে কয় এই যেন মোর হয়
অনুক্ষণ চরণে সেবন।।