কবে কৃষ্ণধন পাব হিয়ার মাঝারে থোব
যূড়াইব এ পাঁচ পরাণ ।
সাজাইয়া দিব হিয়া বৈসাইব প্রাণ প্রিয়া
নিরখিব সুচান্দ বয়ান।।
সজনি কবে মোর হবে শুভদিন।
সো প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে
সুখময় যমুনা পুলিন।।
ললিতা বিশাখা লঞা তাহারে ভেটিব যাঞা
সাজাইঞা নানা উপহার।
এমন হইব বিধি মিলায়ব গুণনিধি
হেন দশা হইব আমার।।
দারুণ বিধির নাট ভাঙ্গিলে প্রেমের হাট
লেশমাত্র না রাখিল তারে।
কহে নরোত্তম দাস কি মোর জীবনে আশ
ছাড়ি গেলা ব্রজেন্দ্র কুমারে।।