কমলিনি এড়ি কেতকি গেলা
সৌরভে বহু ঘুরি
কন্টকে কবুল কলেবর
মুখ মাখল ধুরি।
অবে সখি ভেল হে রতি রভসে সুজান।।
পরিমলকে লোভে ধাওল পাওল নহি পাস।
মধুপুনু ডিঠিহু ন দেখল হে আবে জন উপহাস।।
ভল ভেল ভমি আবথু পাবথু মন খেদ।
একরস পুরুষ নিবুঝ দূষণ ভেদ।
ভনই বিদ্যাপতীত্যাদি