করতলে বদন-চাঁদ রহু থীর।
অহনিশি লোচনে ঝরতহি নীর।।
বিগলিত নিন্দ বহ ঘন শ্বাস।
দিনে দিনে খিন তনু জীবন নৈরাশ।
এ হরি অবহুঁ অবধি বহি যাই।
বিঘটনে শপতি মরতি জনি রাই।।
কমলিনি-কিশলয় শেজ বিছাই।
সহচরি মেলি শুতায়লি তাই।।
শতগুণ মদন-দহন তহিঁ ভেল।
সো তনু-পরশে ভসম ভই গেল।।
চন্দন পরশে চমকি ধনি উঠই ।
হিমকর-কিরণে মুরছি মহি লুঠই ।।
গোবিন্দদাস কহ নিরদয় কান।
এত পরমাদ তুহুঁ জানি না জান।।