করতল লীন সোভএ মুখচন্দ।
কিসলয় মিলু অভিনব অরবিন্দ।।
অহনিসি গরএ নয়ন জলধার।
খঞ্জনে গিলি উগিলত মোতি হার।।
কি করতি সসিমুখি কি বোলত আন।
বিনু অপরাধে বিমুখ ভেল কান।।
বিরহ বিখিন তনু ভেল হরাস।
কুসুম সুখাএ রহল অছি বাস।।
ঝখইতে সংসয় পরল পরান।
কবহুঁ ন উপসম কর পচবান।।
ভনহি বিদ্যাপতি সুন বর নারি।
ধৈরজ ধৈরহু মিলত মুরারি।।

নেপাল ১0৫ সংখ্যক পদ(ধনছী রাগে গেয়)

করতল নীর সোভএ মুখচন্দ।
কিসলয় মিলু অভিনব অরবিন্দ।।
কি কহভি সসিমুখি কি পুছসি আন।
বিনু অপরাধে বিমুখ ভেল কাহ্ন।।
অহনিসি নয়নে গলএ জলধার।
খঞ্জনে মিলিউল মোতিহার।।
বিরহে বিখিন তনু ভেলহ বাস।
কুসুম সুখাএ রহল অছ বাস।।
ঝখইতে সংশয় পলল পরান।
অথ বিদিল বসল দেয়, গোজিলে
বিদিসে বৈরাউরে।। ধ্রু
এহরি জতি তোহে পরবস পেমে বিরত রস
বচন দএ রাখএ রাহীরে।
কূম্ভ তনয় ভোজন সুত সুন্দরি,
মুখ বসি অবনত ভেলারে।
সাস সমীর বাজজনি ভুজগ
হরি বিনু অহহদল বোলরে।
সমন্দনি সসিমুখি সাত বরণ দেলোখ
তেজ সরূপ সুদিঢ় জানিরে।
রাজা সিবসিংহ রূপনরাএণ,
বিদ্যাপতি কবি বাণীরে।।