করহি সুন্দরি অলক তিলক বাধে
অঙ্গ বিলেপন কর বাধে।
তঅে……..লি সে অনুরাগী
ভূষণ হোএত দুখন লাগী।
চল চল তঅে চেতন সাই
আসে পিআসল জনু কহ্ণায়ী।
সমুদ কুমুদ লুবুধ রসী
আবহি উগত লুবুধ সসী।
আএল চাহিঅ তরুণি তোর
পিসুন নয়ন ভম চকোর।
চরণ নেপুর উপর সারী
মুখর মেখর করে নেবারী।
অমুর সামর দেহ নুকাই।
চলহি তিমির পথ সমাই।
ভন বিদ্যাপতি যুবতি রিতী
মধুর জানি কর পরতীতী।
রাজা রূপনরাএন জান।
সুখে সুখমা দেবি রমান।