কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
হসি হসি বোলত বাণি।
এ তুয়া বদন চাহি মঝু অন্তর
কৈছন করত না জানি।।
সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়।
যৈছন সদয় হৃদয়ে সুখ দেয়লি
ঐছে রিঝায়বি মোয়।।
নিরুপম রূপ অমিয়া রস পানহি
নয়নক সাফলি দেখি।
প্রতিতনু সরস পরশ রস লোভহি
কাতর ভেল অলেখি।।
দারুণ মদন এ হেন জনে মারত
সবহুঁক গতি করু ভঙ্গ।
তেঁ মঝু অন্তর অসিম তাপ ভর
যাচত তুয়া তনু সঙ্গ।।
কহইতে শ্যাম ধাম ঘন কম্পই
লোরে ভিগায়ত শেজ।
রহি রহি শ্বাস বহত অতি গুরুতর
ধনি হেরি নিমিখ না তেজ।।
কিয়ে কিয়ে বোলি হোই অতি সচকিত
কোরে আগোরল রাই।
চৈতন্য শরণ কৃষ্ণকান্ত নিবেদই
দুহুঁক প্রেম বলি যাই।।