কহে পঞ্চজন ”শুনহ রাজন্
এক নিবেদন আছে।
তোমার নন্দিনী সঙ্গে একজন
নিরবধি থাকে কাছে।।
দেবের নির্ঘাত হয়েছিল অঙ্গে
এবে জানি কোন দোষ।
যমুনাতে স্নান করাহ যতনে
ঘুচুক দেবের রোষ।।
এক তীর্থ হয় পতিত পাবনী
করিলে তাহাতে স্নান।
যত দোষ ঘুচে তবে অন্ন রুচে
ইহাতে নাহিক আন।।”
তবে সহচরী এক সঙ্গে দিল
যমুনা সিনান লাগি।
চলে সহচরী রসের নাগরী
রসময় ধনী আগি।।
চলিতে গমন মন্থর সুচারু
ভুবন করেছে আলা।
সেই পঞ্চ শিশু বৃন্দাবন বনে
আগে সে চলিয়া গেলা ।।
যথা নটবর নাগর শেখর
চতুরের চূড়ামণি।
সেইখানে গিয়া বলিল দেখিয়া
রহিলা সুবল জানি।।
চণ্ডীদাস কহে শুনহে সুবল
গমন করল রাই।
সহচরী সনে যমুনা সিনানে
দেখিনু পথেতে যাই।।