কানন কুসমিত সাহর পঙ্কজ পরম সহাসে।
(জ)ত রন্দ অছএ দি তোহি বিনু বিকল পিআসে।।
মালতি তোহি সম কে জগ আনে।
জসু পরিমলসঁ পরবস মধুকর কতহু ন কর মধুপানে।।
বাসর কুমুদ বিকাস ন দরসএ কেতকী কন্টক মারে।
নব মধুমাসহি তইসন ন দেখিঅ জে অনুরজ্জএ পাবে।।
সহজ জুবতিবর সব গুন নাগর, তহুঁ পুনু তাহেরি সউভাগে।
নিঅ মনে পিআতমে সসি কুমুদিনি সম জসু অনুরত অনুরাগে।।