কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ

”কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ।
কালিয়া হইব সোণার বরণ
তোমার কালিয়া রঙ্গ।।
লাখবান সোণা মোর নিজ দেহ
কালিয়া হইয়া যাব।
দূরেতে থাকহ কাছে না আসিহ
শিরে দধি ঢালি দিব।।”
”কালিয়া বিরণ নাহি কোন জন
কালিয়া না বল রাধে।
কালিয়া সায়রে সিনান করিয়া
কালিয়া হয়েছি সাধে।।
কালিয়া বরণ এ তিন ভুবন
এ সব কালিয়া ভাবে।
কালা জপ মালা কালা করে আলা
জগত জীবন লবে।।
কাল দু আঁখির ভাঙ ভঙ্গিনীর
যোগীর ধেয়ান কালা।
যোগ অনুরাগ রাগীর অন্তরে
সকল কালিয়া সারা।।
ভব বিরিঞ্চির ভজে নিরন্তর
কালিয়া বরণ খানি।
চণ্ডীদাসে বলে ডাকি কুতূহলে
পরিহর কালা ধনি।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ