কি আরে ! নব জৌবন অভিরামা।
জত দেখল তত কহএ ন পারিঅ
ছও অনুপম এক ঠামা।।
হরিন ইন্দু অরবিন্দ করিনি হেম
পিক বুঝল অনুমানী।
নয়ন বয়ন পরিমল গতি তনু-রুচি
অও অতি সুললিত বানী।।
কুচৃ-জুগ পর চিকুর ফুজি পসরল
তা অরুঝায়ল হারা।
জনি সুমেরু উপর মিলি ঊগল
চাঁদ বিহিন সব তারা।।
লোল কপোল ললিত মনি-কুণ্ডল
অধর বিম্ব অধ জাঈ।।
ভৌঁহ ভ্রমর নাসাপুট সুন্দর
সে দেখি কীর লজাঈ।।
ভনই বিদ্যাপতি সে বর নাগরি
আন ন পাবএ কোঈ।
কংসদলন নারায়ন সুন্দর
তসু রঙ্গিনী পএ হোঈ।।