কি কহব হে সখি রাতুক বাত।
মানিক পড়ল কুবানিক হাত।।
কাঁচ কাঞ্চন ন জানএ মূল।
গুঞ্জা রতন করএ সমতূল।।
জে কিছু কভু নহি কলারস জান।
নীর খীর দুহূ করএ সমান।।
তহ্নি সৌঁ কহাঁ পিরীত রসাল।
বানর-কণ্ঠ কি মোতিম মাল।।
ভনই বিদ্যাপতি ইহ রস জান।
বানর মুঁহ কী সোভএ পান।।