কুঞ্জ মন্দির মাহা, বৈঠলি সুন্দরী
দিনকর দু’পহর ঠানে।
যব হাম পুছলু পিরীতি সম্ভাষণ
প্রেমজল ভরল নয়ানে।।
মাধব ! তুয় অনুরাগিনী রাধা।
তুয়া পরসঙ্গে, অঙ্গ সব পুলকিত,
না মানয়ে গুরুজন-বাধা।।
ভাবে ভরল তনু, পুন পুন কাঁপই,
পুন পুন শ্যামর গোরী।
পুন পুছত পুন, দিগ নেহারত,
ভূমে শুতই পুন বেরি।।
ফুয়ল কবরী, উরহি লোটায়ত,
কোরে করত তুয় ভানে।
জ্ঞানদাস কহে, তুহু ভালে সমূঝত,
সমুচিত করহ বিধানে।।