কুণ্ডল তিলকে বিরাজ মুখ

কুণ্ডল তিলকে বিরাজ মুখ
সোভিত সীদূর বিন্দু
হেমলতামে সমারু বিধি
কবি রবি তারা ইন্দু।।
ইন্দুবদনি ধনি নয়ন বিসালা।
কমলকলিত জনি মধুকর মালা।।
দেখলি কলাবতি অপরুব রমনী।
জিনএ আইলি সুরপুর গজগমনী।।
বেনী বিমল বিরাজ
তনু রস কুসুমাবলি হার।
স্যাম ভুজঙ্গম দেখিকহু
কিয়ো কাম পরহার।।
করু পরহার মদন-সর বালা।
কুটিল কটাখ বান কনিয়ালা।।
কম্বু কণ্ঠ মৃনাল ভুজ
বলিত পয়োধর হার।
কনক কলস রসে পূরি রহু
সঞ্চিত মদন ভণ্ডার।।
মদন ভঁডার পয়োধর গোরা।
জনি উলটাওল কনক কটোরা।।
স্যামা সুলোচনি সুরতি রতি।
অপুরুব ভষনভার।
বিদ্যাপতি কবিরাজ কহ
সুফলে করথু অভিসার।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ