কুণ্ডল তিলকে বিরাজ মুখ
সোভিত সীদূর বিন্দু
হেমলতামে সমারু বিধি
কবি রবি তারা ইন্দু।।
ইন্দুবদনি ধনি নয়ন বিসালা।
কমলকলিত জনি মধুকর মালা।।
দেখলি কলাবতি অপরুব রমনী।
জিনএ আইলি সুরপুর গজগমনী।।
বেনী বিমল বিরাজ
তনু রস কুসুমাবলি হার।
স্যাম ভুজঙ্গম দেখিকহু
কিয়ো কাম পরহার।।
করু পরহার মদন-সর বালা।
কুটিল কটাখ বান কনিয়ালা।।
কম্বু কণ্ঠ মৃনাল ভুজ
বলিত পয়োধর হার।
কনক কলস রসে পূরি রহু
সঞ্চিত মদন ভণ্ডার।।
মদন ভঁডার পয়োধর গোরা।
জনি উলটাওল কনক কটোরা।।
স্যামা সুলোচনি সুরতি রতি।
অপুরুব ভষনভার।
বিদ্যাপতি কবিরাজ কহ
সুফলে করথু অভিসার।।