কুসুমিত কানন কুঞ্জ বসী।
নয়নক কাজর ঘোর মসী।।
নখতঁ লিখলি নলিনি দল পাত।
লীখি পঠাওল আখর সাত।।
প্রথমহি লিখলনি পহিল বসন্ত।
দোসরেঁ লিখলনি তেসরকে অন্ত।।
লিখি নহিঁ সকলৈহি অনুজ বসন্ত।
পহিলহি পদ অছি জীবক অন্ত।।
ভনহি বিদ্যাপতি অছর লেখ।
বুধ জন হোথি সে কহএ বিসেখ।।