কুসুমিত কানন হেরি কমলমুখি
মুদি রহএ দুই নয়ান।
কোকিল কলরব মধুকর ধ্বনি শুনি
কর দেই ঝাঁপল কান।।
মাধব সুন সুন বচন হামারি
তুয়া গুন সুন্দরি অতি ভেল দূবরি
গুনি গুনি প্রেম তোহারি।।
ধরনী ধরিয়া ধনি কত বেরি বৈঠই
পুন তহি উঠই না পারা।
কাতর দিঠি করি চৌদিস হেরি হেরি
নয়নে গলয়ে জলধারা।।
তোহারি বিরহ দিন খেণে খেণে তনু খিণ
চৌদসি চাঁদ সমান।
ভনয়ে বিদ্যাপতি সিবসিংঘ নরপতি
লখিমা দেবি পরমান।।