কেও সুখে সুতএ কেও দুখে জাগ।
অপন অপন থিক ভিন ভিন ভাগ।।
কি করতি অবলা ন চেতএ হার।
একহি নগর রে বহুত বেবহার।।
মাজরি তোরি ভমর মধু পীব।
সে দেখি পথিক কন্ঠাগত জীব।।
কন্তা কন্তা মনোরথ পূর।
বিরহিনি বিরহে বেআকুলি ঝু্র।।
বিদ্যাপতি ভন এহু রস জান।
রাএ সিবসিংহ রূপিনি দেই রমান।।