কেতকি কূসুম আনি বিরচি বিবিধ বানি চৌদিস সাজল সালা।
ঘৃত মধুদুধএ নেতে বাতী কএ চৌদিস দেলক জিপমালা।।
মাধব সবে কাজ অইলুহুঁ সাহী।
গুরু গুরুজন ডরে পুছিও ন পুচ্ছলক সঙ্কেত কএলক সুন তাহী।
তরনি অস্ত ভেল চান্দ উদিত ভেল অতি উজরি নিসা দেখী।
গগন নখত লাখেঁ নিহলক নিঅ হাথেঁ সুরসও সসধর রেখী।