কোকিল গাবএ মধুরিম বাণি
ঋতু বসন্ত হে অমিঅ রস সানি।
অসময় পসি আলানা পাএ
চেও চেও কবিঅ কাহুন সোহাএ।
সাজনি অবেকত দেহ অসবাস
কাহ্নে জাএব মোহি পাস।
গুরু সুমেরু তহ সুপুরুষ বোল
কুলক ধরম ছড়লেঁ কী ভোর।
করমক দোষে বিঘটি গেলি সাটি
অগিলা জনম বুঝবি পরিপাটি।
বিদ্যাপতি ভন ন কর বিরাম
অবসর জানি ধরতও কাম।
রূপনরাএন বুঝ রসমন্ত
রাএ সিবসিংহ লখিমা দেবিকন্ত।