খনরি খন মহঘি ভই কিছু অরুন নয়ন কই
কপটে ধরি মান সম্মান লেহী।
কনয় জয়ঁ পেম কসি পুনু পলটি বাঙ্ক হসি
আধি সয়ঁ অধর মধুপান দেহী।।
(অরেরে)
ইন্দুমুখি অঢ়ন কর পিয়হৃদয়খেদহর
কুসুম রস রঙ্গ সংসারসারা।।
বচনে বস হোসি জনু সসরি ভিন হোইহ তনু
সহজে বরু ছাড়ি দেহ সয়নসীমা।
প্রথমে রসভঙ্গ ভেলে লোভে মুখ সোভ গেলে
বাঁধি ভুজপাস পিয় ধরব গীমা।।
জদি নয়ন কমলবর মুকুলকের কান্তিধর
খর নখর ঘাত কই সেহে বেলা।
পরম পদ লাভসম মোদে চির হৃদয় রম
নাগরী সুরতসুখ অমিয় মেলা।।
সরস কবি সুরস ভনে চারুতর চতুরপনে
নারি আরাহিঅই পঞ্চবানা।
সকল জন সুজনগতি রানি লখিমাক পতি
রূপনরাএন সিবসিংঘ জানা।।