গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ান বয়ান রহু আরতি অনেক।।
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে।।
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম শেজহি ঝলমল দেহ।।
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার।।
মলয়পবন বহু মন্দ সুগন্ধ।
দ্বিজকুলশবদ গীতঅনুবন্ধ।।
সুখময় মন্দির কালিন্দিতীর।
শূতল দুহুঁ জন কুঞ্জকুটীর।।
সখিগণ হেরই ঝরখহিঁ ঝাকি।
আরতি অধিক তৃপত নহ আঁখি।।
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ।।