গুরুজন দুরজন পরিজন বারি
ন গুণল লাঘব কুলকে গারি।
জীব কুসুম কএ পূজল নেহ
ভরি উমকল অবে তোহর সিনেহ।
…….. বাস
সখি জানব জঞো বড় উপহাস।
পুনু জনু আবহ হমর সমাজ
মঞে নহি রখবে আখিক লাজ।
মুনিহুক কাজ পলএ পরমাদ
হমরাহুঁ জনু সে পল অপবাদ।
সুন্দরি বচনে হলল সির ঝালি,
নাগর ন সহ কুগইআ গারি।
জত অনুরাগ দূর সব গেল।
মোতিক পুতরী বিষধর ভেল।
বিদ্যাপতি কহ সুন বরনারি
পহু অবলেপিঅ দোস বিচারি।
রাজা রূপ নরাএন জান
সিরি সিবসিংহ লখিমা দেবি রমান।