গুরুজন নয়ন পগার পবন জঞাে
সুন্দরি সতরি চললি।
জনি অনুরাগে পাছু ধরি পেললি
কর ধরি কাম তিড়লী।।
কি আরে নবি অভিসারক রীতী।
কে জান কওন বিধি কাম পঢ়াউলি
কামিনি তিহুয়ন জীতী।।
অম্বর সকল বিভূসন সুন্দর
ঘনতর তিমির সামরী।
কেহু কতহু পথ লখহি ন পারলি
জনি মসি বুড়লি ভমরী।।
চেতন আগু চতুরপন কইসন
বিদ্যাপতি কবি ভানে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা দেই রমানে।।