গেলাঁহু পূরুব পেমে উতরো ন দেই।
দাহিন বচন বাম কএ লেই।।
এ হরি রস দএ রুসলি রমনী।
হম তহ ন আউতি কুঞ্জরগমনী।।
গইয়ে মনাবহ রহও সমাজে।
সব তহ বড় থিক আঁখিক লাজে।।
জে কিছু কহলক সে অছি লেলে।
ভল কহি বূঝব অপনহি গেলে।।
ভনই বিদ্যাপতি নারী সোভাবে।
রুসলি রমনি পুনু পুনমত পাবে।।