চল চল সুন্দরি হরি অভিসার
জামিনি উচিত করহ সিঙ্গার।।
জৈসন রজনি উজোরল চন্দ।
ঐসন বেস ভূসন করু বন্ধ।
এ ধনি ভাবিনি কি কহব তোয়।
নিচয় নাগর তুয়া বস হোয়।।
তুহু রস নাগরি নাগর রসবন্ত।
তুরিতে চলহ ধনি কুঞ্জক অন্ত।।
একল কুঞ্জবনে আকুল কান।
বিদ্যাপতি কহ করহ পয়ান।।