চাঁচর চিকুর চারু ভালে।
বেঢ়িয়া মালতীর মালে।।
তাহে দিয়া ময়ূরের পাখা।
পত্রের সহিত ফুলশাখা।।
কষিল কাঞ্চন জিনি অঙ্গ।
কটি মাঝে বসন সুরঙ্গ।।
চন্দনতিলক শোভে ভালে।
আজানু লম্বিত বনমালে।।
নটবর বেশ গোরাচাঁদ।
রমণীকুলের কিবা ফাঁদ।।
তা দেখিয়া বাসুদেব কাঁদে।
প্রাণ মোর স্থির নাহি বাঁধে।।