চানন ভেল বিসম সর রে
ভূসন ভেল ভারী।
সপনহুঁ নহি হরি আএল রে
গোকুল গিরধারী।।
একসর ঠাড়ি কদম-তর রে
পথ হেরথি মুরারী।
হরি বিনু দেহ দগধ ভেল রে
ঝামরু ভেল সারী।।
জাহ জাহ তোঁহে উধব হে
তোঁহে মধুপুর জাহে।
চন্দ্রবদনি নহিঁ জীউতি রে
বধ লাগত কাহে।।
ভনহিঁ বিদ্যাপতি তন মন দে
সুনু গুনমতি নারী।
আজু আওত হরি গোকুল রে
পথ চলু ঝট ঝারী।।