জহাঁ জহাঁ পদ-জুগ ধরঈ।
তহিঁ তহিঁ সরোরুহ ভরঈ।।
জহাঁ জহাঁ ঝলকত অঙ্গ।
তহিঁ তহিঁ বিজুরি-তরঙ্গ।।
কি হেরল অপরুব গোরি।
পইঠল হিয় মাঁহ মোরি।।
জহাঁ জহাঁ নয়ন -বিকাস।
তহিঁ তহিঁ কমল-পরকাস।।
জহাঁ লহু হাস-সঞ্চার।
তহিঁ তহিঁ অমিয়-বিথার।।
জহাঁ জহাঁ কুটিল কটাখ।
ততহিঁ মদন-সর লাখ।।
হেরইত সে ধনি থোর।
অব তিন ভুবন অগোর।।
পুনু কিএ দরসন পাব।
তব মোহে ইহ দুখ জাব।।
বিদ্যাপতি কহ জানি।
তুঅ গুনে দেয়ব আনি।।