জহিআ কাহ্ন দেল তোহে আনি।
মনে পাওল ভেল চৌগুন বানি।।
আবে দিনে দিনে পেম ভেল থোল।
কএ অপরাধ বোলব কত বোল।।
অবে তোহি সুন্দরি মনে নহি লাজ।
হাথক কাকন অরসী কাজ।।
পুরুসক চঞ্চল সহজ সভাব।
কএ মধুপান দহও দিস ধাব।।
একহি বেরি তঞে দূর কর আস।
কূপ ন আবএ পথিকক পাস।।
গেলে মান অধিক হোঅ সঙ্গ।
বড় কএকী উপজাওব রঙ্গ।।