জাইতি দেখলি পথ নাগরি সজনি গে
আগরি সুবুধি সোয়ানি।
কনক-লতা সনি সুন্দরি সজনি গে
বিহি নিরমাওল আনি।।
হস্তি-গমন জকাঁ চলইতি সজনি গো
দেখইতি রাজ-কুমারি।
জনিকঁর এহন সোহাগিনি সজনি গে
পাওল পদারথ তারি।।
নীল বসন তন ঘেরলি সাজনি গে
সির লেল চিকুর সসারি।
তাপর ভমরা পিবত রস সজনি গো
বইসল পাঁখি পসারি।।
কেহরি সম কটি-গুন অছি সজনি গে
লোচন অম্বুজ ধারি ।
বিদ্যাপতি এহ গাওল সজনি গে
গুন পাওলি অবধারি।