জাহি লাগি গেলি হে তাহি কহাঁ লইলি হে
তা পতি বৈরি পিতু কাহাঁ।
অছলি হে দুখ সুখে কহহ অপন মুখে
ভূসন গমওলহ জাঁহা।।
সুন্দরি,কি কএ বুঝাওব কন্তে।
জহ্নিকা জনম হোইত তোঁহে গেলিহে
অইলি হে তহ্নিকা অন্তে।।
জাহি লাগি গেলাহুঁ সে চলি আএল
তেঁ মোহি ধএলাঈ নুকাঈ।
সে চলি গেল তাহি লএ চললাহুঁ
তেঁ পথ ভেল অনেআঈ।।
সঙ্কর-বাহন খেড়ি খেলাইতে
মেদিনি বাহন আগে।
যে সব অছলি সঙ্গে সে সব চললি ভঙ্গ
উবরি অএলাহুঁ অছ ভাগে।।
জাহি দুই খোজ করইছহি সাসুহ্নি
সে মিলু অপনা সঙ্গে।
ভনই বিদ্যাপতি সুন বর জউবতি
গুপুত নেহ রতি-রঙ্গে।।