জেহে অবয়ব পুরুব সময়
নিচর বিনু বিকার।
সে আবে জাহু তাহু দেখি ঝাপএ
চিহ্নিমি ন বেবহার।।
কন্হা তুরিত সুনসি আএ।
রূপ দেখত নয়ন ভুলল
সরূপ তোরি দোহাএ।।
সৈসব বাপু বহীরি ফেদাএল
যৌবনে গহল পাস।
জেও কিছু ধনি বিরুহ বোলএ
সে সেও সুধাসম ভাস।।
জৌবন সৈবব খেদএ লাগল
ছাড়ি দেহে মোর ঠাম।।
এত দিন রস তোহে বিরসল
অবহু নহি বিরাম।