তখন বলিনু তোরে যাইস না যমুনার তীরে
চাইস না সে কদম্বের তলে।
তুমি এখন কেন বল শুন অগো বড়ি মাই
গা মোর কেমন কেমন করে।।
রাঙ্গা হাত রাঙ্গা পা মেঘের বরণ গা
রাঙ্গা দীঘল দুটি আঁখি।
কাহার শকতি উহার দিঠিতে পড়িলে গো
ঘরে আইসে আপনাকে রাখি।।
কানে মকর কুণ্ডলে আস্ত মানুষ গিলে
কাঁচা পাকা কিছু নাহি বাছে।
আমরা উহার ডরে সদাই ডরাই গো
বাহির না হই বাড়ীর নাছে।।
আন সনে কথা কয় আন জনে মুরছয়
ইহা কি শুন্যাছ সখি কানে।
একুল ওকুল মোরা দুকুল খাইঞাছি গো
হয় নয় বংশীদাস জানে।।