তুহুঁ মান ধএলি অবিচারে।
অবে কী করব প্রতিকারে।।
তুহুঁ এড়াওলি রতনে।
মান হৃদয় করি ধরলি জতনে।।
মান গুরুঅ কিঅ ধরলি।
কানুক করুনা করনে নহি সুনলি।।
বঞ্চিত ভৈ পহু চললা।
কলিজুগ পাপ সত তোহে ফললা।।
ন সুনলি মহাজন মুখকাঁ।
জাচত বাঘ ন খাএত বনকাঁ।।
মানিনী মান ভুজঙ্গে।
জারল বীখ ভরল সব অঙ্গে।।
সুকবি বিদ্যাপতি গাওল।
পুরুব কৃত ফল পাওল।।